ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

করোনার চিকিৎসায় প্রস্তত হচ্ছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৪, ২৯ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় পুরোপুরি প্রস্তত করা হচ্ছে ৫০০ শয্যার কুর্মিটোলা জেনারেল হাসপাতালটি। বৈশ্বিক করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে হাসপাতালটি পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ।

রোববার সকাল থেকে সেখানে সাধারণ রোগী ভর্তি বন্ধ করে দেয়া হয়েছে। হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ১৩২ জন ডায়ালাইসিস রোগী, গাইনি, ইএনটিসহ বিভিন্ন বিভাগে ভর্তি রোগীদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ৫০০ শয্যার এ হাসপাতালে একসাথে ৬ থেকে সাড়ে ৬’শ রোগী চিকিৎসা নিতে পারে।

উল্লেখ্য, এই হাসপাতালে এত দিন সন্দেহজনক করোনা রোগীদের রেখে চিকিৎসা দেয়া হতো।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি