ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

পাকিস্তানিরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী, একুশে পদক পেলেন ১৭ গুণিজন

প্রকাশিত : ২১:০১, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ২১:০১, ২০ ফেব্রুয়ারি ২০১৭

স্বাধীনতার ৪৬ বছর পরও পাকিস্তানিরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৭ গুণিজনকে একুশে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। ২৫শে মার্চকে ’বিশ্ব গণহত্যা দিবস’ পালনে বিশ্ববাসীর প্রতি আহবানও জানান প্রধানমন্ত্রী। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন বিভাগে অসামান্য অবদানের জন্য রাষ্ট্র্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বীকৃতি একুশে পদক ২০১৭ প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর ১৭ জন গুণি এই পদকে ভূষিত হন। ভাষা আন্দোলনে অবদানের জন্য এবার পদক পেয়েছেন অধ্যাপক ড. শরিফা খাতুন। বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. জামিলুর রেজা চৌধুরী, গবেষণায় সৈয়দ আকরম হোসেন, শিক্ষায় পদক পেয়েছেন ইমিরেটাস অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। ভাষা ও সাহিত্যে প্রয়াত কবি ওমর আলী এবং ছড়াকার সুকুমার বড়ুয়া পেয়েছেন একুশে পদক। ভাস্কর্য শিল্পকলায় আবদুল্লাহ খালেদ, চলচ্চিত্রে তানভীর মোকাম্মেল, নাটকে সারা যাকের,  নৃত্যে শামীম আরা নীপাকে দেয়া হয়েছে একুশে পদক। সংগীতে পদক দেওয়া হয়েছে সুষমা দাস, জুলহাস উদ্দিন আহমেদ, ও ওস্তাদ আজিজুল ইসলাম ও উদীচীর সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ সেলিমকে। সাংবাদিকতায় এ পদক পেয়েছেন আবুল মোমেন ও স্বদেশ রায় এবং সমাজসেবায় এই সম্মাননা পেলেন অধ্যাপক ডা. মাহমুদ হাসান। পদক প্রদানের পর দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পাকিস্তানিদের ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের জন্য বিশ্ববাসীর কাছে আহবানও জানান তিনি। সন্ত্রাস, জঙ্গি, মাদকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসারও আহবান জানান শেখ হাসিনা। একুশ আমাদের মাথা উঁচু করে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে শেখায় উল্লেখ করে সবাইকে বাংরা ভাষার মর্যাদা সমুন্নত রাখার আহবান জানান প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি