ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল

প্রকাশিত : ২০:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০১৬

khadaziaইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট সদস্যসহ ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। বৃহস্পতিবার বিকেলে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ সাক্ষাত হয়েছে। ৯ সদস্যের এই দলের নেতৃত্বে ছিলেন জ্যঁ ল্যাম্বার্ট। বেগম জিয়ার সঙ্গে চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদসহ বিএনপির ৩ প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিকেল সাড়ে ৪টা থেকে বৈঠক চলে প্রায় এক ঘন্টা। পরে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের জানান। তিনি বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন ও গার্মেন্টসসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি