ঢাকা, বুধবার   ০৩ সেপ্টেম্বর ২০২৫

গণতন্ত্র ফেরাতে সংগ্রাম চালিয়ে যাওয়া হবে: মির্জা ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৭, ৭ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে চুড়ান্ত পর্যায়ে নিতে সংগ্রাম চালিয়ে যাওয়া হবে বলে জানালেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৭ই নভেম্বর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন চলছে।

একই সাথে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতেও সংগ্রাম করে যাচ্ছে বিএনপি। ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না বলেও এ’সময় মন্তব্য করেন বিএনপি মহাসচিব। 

মির্জা ফখরুল বলেন, "আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য লড়াই করছি। বিএনপির প্রায় ৩৫ লাখ নেতা-কর্মীর নামে মামলা দিয়ে আসামি করা হয়েছে। তাদের মুক্ত করার জন্য আন্দোলন করছি।"

বিএনপি মহাসচিব বলেন, "আজকের এই দিনে আমাদের শপথ হচ্ছে, এ লড়াইকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়া। আমরা গণতন্ত্রকে মুক্ত করব। একই সঙ্গে দেশকে মুক্ত করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করব।"

এসবি/ 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি