ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

সেরা গোলের থেকেও উপভোগ্য বান্ধবীর সঙ্গে সেক্স!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৯, ২১ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ফুটবল জীবনে অবিশ্বাস্য সব গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত বছরের চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বাইসাইকেল কিকে অসাধারণ গোল করেছিলেন তিনি। সেই গোলটিকেই জীবনের সেরা গোল বলে উল্লেখও করেছেন পর্তুগিজ মহাতারকা।

অথচ সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেয়া এক সাক্ষাৎকারে সেই রোনালদোকেই বলতে শোনা গেছে, ফুটবল জীবনে সেরা গোল করার থেকেও বান্ধবী জর্জিনা রডরিগেজের সঙ্গে সেক্সই জীবনের সব চেয়ে উপভোগ্য মুহূর্ত। মহাতারকার উত্তর শুনে অনেকে বিস্মিত, বিশুদ্ধবাদীরা নাক সিঁটকেছেন। রোনালদো ভক্তরা আবার বলেছেন, এরকম উত্তর একমাত্র রোনালদোর পক্ষেই দেয়া সম্ভব।

সম্প্রতি রোনালদোর সাক্ষাৎকার নিয়েছেন ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যান। সেই সাক্ষাৎকারে তার বাবার প্রসঙ্গ উঠতেই কেঁদে ফেলেছিলেন রোনালদো। তারপরেই প্রাক্তন রিয়াল তারকার দিকে মরগ্যান প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, জীবনের উপভোগ্য মুহূর্ত কোনটা? যার উত্তরে হাস্যোজ্জল রোনালদোকে বলতে শোনা যায়, ‘‘আমার জিওর (জর্জিনা) সঙ্গে সেক্সই সেরা মুহূর্ত।’’ 

এদিকে জার্সির রং এখন বদলে ফেলেছেন রোনালদো। রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির জুভেন্টাসে সই করেছেন মহানায়ক। জুভদের হয়ে এখন ফুল ফোটাচ্ছেন তিনি। কিন্তু গত বছর চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর গোলটা এসেছিল এই জুভেন্টাসের বিরুদ্ধেই।

তখন রোনালদো ছিলেন রিয়ালের ফুটবলার। সেই গোল প্রসঙ্গে রোনালদো বলেছেন, “আমি জীবনে প্রায় ৭০০ টা গোল করেছি। আমি অনেক দিন ধরেই এরকম একটা গোল করার চেষ্টা করেছি। অবশেষে বাই সাইকেল কিক থেকে ওরকম একটা গোল করতে পেরেছি। জুভেন্টাসের বিরুদ্ধে বুফোঁকে যেভাবে বোকা বানিয়েছিলাম চ্যাম্পিয়ন্স লিগে, সেটাই খুব সুন্দর ছিল।’’

সেই গোল দেখে ‘ধন্য ধন্য’ করেছিল ফুটবলবিশ্ব। রোনালদো অবশ্য বান্ধবী জর্জিনাকে কতটা ভালবাসেন, সেটা বোঝানোর জন্য সাক্ষাৎকারে সোজাসুজি বলে দেন, সেরা গোলের থেকেও উপভোগ্য মুহূর্ত বান্ধবীর সঙ্গে সেক্স। সূত্র- আনন্দবাজার। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি