ঢাকা, বুধবার   ২৯ অক্টোবর ২০২৫

অখন্ড কিশোরগঞ্জের দাবিতে বিক্ষোভ সমাবেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৬, ২৯ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জ জেলা নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো ও আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কিশোরগঞ্জ জেলাবাসীর আয়োজনে এতে ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকরা বলেন, সম্প্রতি বাংলাদেশের ৬৫তম জেলা গঠনের দাবিতে ভৈরব ও বাজিতপুরের কিছু ব্যক্তি আন্দোলন করছেন, যা সম্পূর্ণ অযৌক্তিক। তারা বলেন, “কিশোরগঞ্জ অখণ্ড ছিল, আছে এবং থাকবে।”

বক্তারা আরও বলেন, জেলার দাবিতে ভৈরবের আন্দোলনকারীরা রেলপথ ও নৌপথ অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করছেন। এমনকি যাত্রীবাহী ট্রেনে পাথর নিক্ষেপের মতো ঘটনাও ঘটিয়েছেন। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা।

আয়োজকদের একজন মো. জুকলুল হাসান চয়ন বলেন, ভৈরবে জেলার দাবিতে পাথর নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, বাংলাদেশে ৬৪ জেলা প্রশাসনিকভাবে সঠিক আছে এবং সেটাই যেন থাকে। ভৈরববাসী দাবিটি সম্পূর্ণ অযৌক্তিক। কিশোরগঞ্জ জেলা অখন্ড আছে অখন্ড থাকবে। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি