ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

অগ্নিকাণ্ডে বছরে ক্ষতি ৪৩০ কোটি টাকা : ফায়ার সার্ভিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৬, ২২ জুলাই ২০১৭ | আপডেট: ১৮:০১, ২৩ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

সদস্য সমাপ্ত (২০১৬-১৭) অর্থবছরে অগ্নিকাণ্ডে সারাদেশে প্রায় ৪৩০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান। শনিবার বাসসকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ সময়ে ১৮ হাজার ৪৮টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪২৯ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ৪৮ টাকা। কিন্তু তা থেকে উদ্ধার হয়েছে আনুমানিক ২ হাজার ৪৯৮ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৪১৮ টাকা।

শতকরা ৭৫ ভাগ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বৈদ্যুতিক গোলযোগের কারণে উল্লেখ করে ফায়ার সার্ভিস ডিজি বলেন, ‘চুলার আগুন, সিগারেটের টুকরা থেকেও অনেক সময় আগুন লাগে। এছাড়া উত্তপ্ত ছাই বা জ্বালানি, ছোটদের আগুন নিয়ে খেলা, যন্ত্রাংশের ঘর্ষণজনিত কারণেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’

ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ বলেন, ‘২০১৯ সালের মধ্যে সারাদেশে উপজেলা পর্যায়ে আরও ২৪৪টি নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে। অগ্নিকাণ্ড এবং হতাহত বন্ধ করতে দু’টি পৃথক প্রকল্পের মাধ্যমে এসব ফায়ার স্টেশন স্থাপন করা হবে। সরকারি অর্থায়নে ২০১৯ সালের মধ্যে এসব ফায়ার স্টেশন স্থাপনের জন্য চারটি প্রকল্পের মাধ্যমে ভূমি অধিগ্রহণ করা হচ্ছে। বর্তমানে সারাদেশে ৩৩০টি ফায়ার স্টেশন অগ্নিনির্বাপণসহ বিভিন্ন দুর্যোগে কাজ করে যাচ্ছে । আরও ৫৫২টি ফায়ার স্টেশন তৈরি করা হবে।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি