ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

অজপাড়াগা আলোকিত করছে জন্মদিন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৪, ১৮ মে ২০১৮

Ekushey Television Ltd.

জন্মদিন। ঠাকুরগাঁওয়ের এক অজপাড়া গাঁয়ের একটি পাঠশালার নাম। অবৈতনিক রাত্রিকালীন পাঠশালাটির প্রতিষ্ঠাতা অরবিন্দু রায়। সুবিধাবঞ্চিত শিশুদের আলোকিত করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ।

প্রতি সন্ধ্যায় হারিকেনের আলোয় দলবেঁধে পড়তে বসে শিশুরা। দেড় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন অরবিন্দু রায়। পেশায় সরকারি চাকুরিজীবী অরবিন্দু পীরগঞ্জ উপজেলার উজ্জলকোঠা গ্রামের বাসিন্দা।

উজ্জলকোঠা ছাড়াও বাঙ্গালী পাড়া, রামদেবপুর, ডাবগ্রাম, রাঘবপুর, অতরগাঁওসহ ৮টি গ্রামের শিশুদের পড়ার ছন্দে মুখরিত থাকে পাঠশালাটি। ২০১১ সালের ১ নভেম্বরে মাত্র ১০ শিশু নিয়ে ঠাকুরগাঁও শহর থেকে প্রায় ২৫ কি.মি দূরের এই অজপাড়াগাঁয়ে পাঠশালাটির যাত্রা। এখন শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে।

পাঠশালাটি চালু হওয়ায় শিশুদের লেখাপড়া নিয়ে আর চিন্তিত নন অভিভাবকরা। আর লেখাপড়ায়ও মনোযোগ বেড়েছে শিক্ষার্থীদের। অরবিন্দুর এই পাঠশালায় বর্তমানে ৫জন শিক্ষক সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পাঠদান করছেন। স্কুলটিকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান।

একুশে টেলিভিশন/এমজে 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি