ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

এসএসসির ফরম পূরণ

অতিরিক্ত অর্থ নিলে এমপিও বাতিল : শিক্ষা সচিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ২২ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৩৫, ২২ নভেম্বর ২০১৮

এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে ফরম পূরণের সময় অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন।

আজ বৃহস্পতিবার ব্যানবেইজে সততা স্টোরের উদ্বোধন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রতিষ্ঠান থেকে নানা অজুহাতে ফরম পূরণের সময় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ মিলেছে। অভিযোগ আমলে নিয়ে কাজ শুরু করছে শিক্ষামন্ত্রণালয়। অভিযোগের প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে। এ ছাড়া সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেয়া হবে।

তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসাধু শিক্ষক ও কর্মচারীরা দায়ী। তারা অর্থের লোভে এসব অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

 টিআর/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি