ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

অতুল প্রসাদ সেন একাধারে কবি, গীতিকার ও গায়ক

প্রকাশিত : ১৭:২৯, ২৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:২৯, ২৬ নভেম্বর ২০১৬

পঞ্চকবির একজন অতুল প্রসাদ সেন। একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের কাছে সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেও বেশ পরিচিতি। তার গানগুলো মূলত দেশপ্রেম, ভক্তি ও প্রেমের গান- এই তিন ধারায় বিভক্ত। গুণীজন অতুলের জন্ম শরীয়তপুরের মগর গ্রামে। মোদের গরব মোদের আশা- আমরি বাংলা ভাষা অতুল প্রসাদের সেনের অনবদ্য সৃষ্টি। কালজয়ী এ গান অফুরান অনুপ্রেরণা যুগিয়েছে ৫২ থেকে ৭১ মুক্তিকামী বাঙালির অন্তরে। আজো মাতায় উদ্দীপনার দ্যোতনায়। এমন আরো অনেক দেশাত্মবোধক গান রচনা করে বাঙালির হৃদ-মাজারে সমুজ্জ্বল অতুল প্রসাদ সেন। উনিশ শতকের শেষ থেকে বিশ শতকের মাঝামাঝি সময়ে রবীন্দ্র-প্রতিভার একচ্ছত্র আধিপত্যের সময় যারা কাব্যগীতি রচনায় বিশেষত্ব দেখিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম অতুল প্রসাদ সেন। সঙ্গীত সংখ্যা সীমিত হলেও তার গানে ছিলো ভিন্নতা আর মৌলিকত্ব; স্বকীয়তা-স্বাতন্ত্র্য। অতুল প্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। অতুল প্রসাদ সেনের পৈতৃক ভিটে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মগর গ্রামে। অধিকাংশ সময় ভারতের লক্ষ্মৌতে কাটালেও ভুলে যাননি নিজ গ্রাম আর শেকড়ের স্বজনদের। পিতা আর পিতামহের নামে মগর প্রতিষ্ঠা করেন পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়। আপন সৃষ্টিশীলতার বাইরেও পুরো জীবনের উপার্জনের একটা বড় অংশ কবি বিলিয়ে দিয়েছেন কল্যাণমূলক কাজে, মানবতার সেবায়।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি