ঢাকা, বৃহস্পতিবার   ০৯ অক্টোবর ২০২৫

অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০, ৯ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে একদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তোফায়েল আহমেদের জামাতা লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার জাহান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক তোফায়েল আহমেদের বয়স হয়েছিল ৭১ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

অধ্যাপক তোফায়েল আহমেদ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে, জামাতাসহ স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার জাহান জানান, তোফায়েল আহমেদের হার্টে তিনটি ‘ব্লক’ ধরা পড়ে। এছাড়াও ফুসফুসে সংক্রমণ হয়েছিল তার। বুধবার বিকেলে তার হার্টে রিং পরানোর জন্য অস্ত্রোপচার কক্ষে নেয়া হয়েছিল। অস্ত্রোপচার চলার মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেহপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তোফায়েল আহমেদকে দাফন করা হবে বলে জানান তার জামাতা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি