ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

অধ্যাপক ফরিদ শাবির উপাচার্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ১৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:৪৯, ২০ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডীন অর্থনীতির অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম-সচিব (বিশ্ববিদ্যালয়-২) লায়লা আরজুমান্দ বানু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী চার বছরের জন্য অধ্যাপক ফরিদকে এই দায়িত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চ্যালেঞ্চর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

২০১৩ সালের ২৬ জুলাই থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের দায়িত্ব পালন করে আসা অধ্যাপক মো. আমিনুল হক ভুঁইয়ার মেয়াদ গত ২৭ জুলাই শেষ হলে তার পর থেকে পদটি শূন্য ছিল।

তার উত্তরসূরি ফরিদ উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবসরোত্তর ছুটিতে ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন ফরিদ উদ্দিন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতির দায়িত্বও তিনি পালন করেছেন।

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল করে উপাচার্য নির্বাচন করা হলেও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিনেট না থাকায় সরকার থেকেই নিয়োগ দেওয়া হয়।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি