ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

'অন অ্যাইভাল ভিসা' বন্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত পাল্টাচ্ছে শ্রীলংকা

প্রকাশিত : ১৮:২৭, ১৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:২৭, ১৬ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বাংলাদেশীদের জন্য 'অন অ্যাইভাল ভিসা' বন্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত পাল্টাচ্ছে শ্রীলংকা। সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শ্রীলংকার উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. হর্ষ ডি সিলভা জানান, এ ব্যাপারে এরইমধ্যে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে তার সরকার। তিনি আরো জানান, শ্রীলংকার ইমিগ্রেশন দপ্তরের প্রধান এ ধরণের ভুল সিদ্ধান্ত নিয়েছিল, এখানে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বিষয়টি সুরাহা করার কথাও বলেন তিনি। সম্প্রতি নিরাপত্তার অজুহাতে 'অন অ্যারাইভাল' ভিসা অর্থাৎ বিমান বন্দরে নামার পর বাংলাদেশী নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করে দেয় শ্রীলংকা ইমিগ্রেশান।এর প্রেক্ষিতে বাংলাদেশও পাল্টা পদক্ষেপ নেয়। তলব করা হয় ঢাকায় নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ইয়াসোজা গুনাসাকেরাকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি