ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

অনশনে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা

প্রকাশিত : ১৯:৪৬, ২৮ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৯:৫২, ২৮ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা অনশন করছেন। আজ রোববার সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এই অনশন করছেন। সারাদেশ থেকে প্রায় ৭০০ শিক্ষক এই অনশনে অংশ নিয়েছেন। শিক্ষকরা দাবি করছেন, তাদের দাবি না মানা পর্যন্ত এই অনশন চলবে।

সারা দেশ থেকে এই শিক্ষকরা অনশনে অংশ নিয়েছে। এই প্রতিবন্ধী স্কুলের সংগঠনের সভাপতি নাসির উদ্দীন রাসেল বলেন, আমরা দীর্ঘ দিন ধরে বিনা টাকায় শিক্ষার্থীদের পড়িয়ে যাচ্ছি। আমরা আমাদের বিদ্যালয়গুলোর এমপিও ভূক্তি ও বেতন ভাতা চাই। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো।

তিনি আরও বলেন, এই অনশনে আমাদের বেশ কয়েকজন শিক্ষক ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা বাড়িতে ফেরে যাবো না।

এই সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উজ্জ্বল বলেন, আমাদের প্রায় ৬০০টি স্কুলের শিক্ষকরা বেতন-ভাতা ছাড়া স্কুল চালাচ্ছি না। বেতন-ভাতা না পাওয়ায় আমরা হতাশ হয়ে পড়ছি। আমরা প্রধানমন্ত্রীর কাছ, আবেদন করছি যেন আমাদের স্কুলগুলো এমপিও ভুক্ত করেন।

মানববন্ধন আরও বক্তব্য রাখেন শিক্ষক রতন কুমার রায়, মো. নুরুন নবী, মো. সফিয়াল রহমান ও নূর আলম মিয়া। তারা সবাই স্কুলগুলো এমপিও ভুক্তির দাবি করেন। সেই সঙ্গে বেতন-ভাতা চালু করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান।

 

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি