ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

অনশনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৭, ৩ আগস্ট ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট এবং আইন বিভাগের এক শিক্ষককে চাকরিচ্যুতির নোটিশের জেরে ছয় শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা অনশন শুরু করেন।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার থেকে দুদিনের জন্য ক্লাস বন্ধ ঘোষণা করে।

বিশ্ববিদ্যালয়ে চলমান সংকটের পঞ্চম দিনে বৃহস্পতিবার শিক্ষার্থীরা অনশনে গেলেন। অনশনকারী শিক্ষার্থীরা হলেন ব্র্যাক বিজনেস স্কুলের ইয়াসিনুর রহমান, আইন বিভাগের কামরুন নাহার, ইরফানুল রহমান, সাদিয়া আফরিন, শেখ নোমান এবং ম্যাথমেটিকস ও ন্যাচারাল সায়েন্স বিভাগের আকাশ আহমেদ।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, চুক্তিতে থাকা শিক্ষক ফারহান উদ্দিন আহমেদকে ৩০ জুলাই মানবসম্পদ বিভাগ থেকে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হলে তিনি তা নিতে অস্বীকৃতি জানার। এসময় রেজিস্ট্রার বিভাগের একাধিক কর্মকর্তা তাঁর আইডি কার্ড নিয়ে নেন এবং তাঁকে লাঞ্ছিত করেন। এরপর থেকেই মহাখালীতে বিশ্ববিদ্যালয়টির প্রধান ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।

সংকট সমাধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসূফ হায়দার, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামসহ পাঁচ সদস্যের অনুসন্ধান কমিটি পুনর্গঠন করেছে।

 

//আর//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি