ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

অনির্দিষ্টকালের ধর্মঘটে চা-শ্রমিকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ১৩ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা। দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে চা-শ্রমিকরা এ ধর্মঘটে নেমেছেন। মৌলভীবাজারের ৯২টি চা বাগানসহ দেশের ১৬৭টি চা বাগানের শ্রমিকেরা এতে অংশ নেন। 

শনিবার সকালে জেলার বিভিন্ন চা বাগানের শ্রমিকেরা চা-পাতা উত্তোলন এবং ফ্যাক্টরিতে কাজে যোগ না দিয়ে আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন সড়ক ও ফ্যাক্টরি এলাকায় তাঁদের দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান শুরু করেছে।

সকাল সাড়ে ১১টার দিকে বিভিন্ন বাগান থেকে আসা শ্রমিকদের নিয়ে শ্রীমঙ্গল শহরের চৌমুহনায় জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল শুরু হয়েছে।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল জানান, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে চা-শ্রমিকেরা দৈনিক ১২০ টাকা মজুরি দিয়ে অতিকষ্টে দিনযাপন করছেন। প্রতিটি পরিবারে খরচ বেড়েছে। মজুরি বৃদ্ধির বিষয়ে একাধিক সময়ে বাগান মালিকদের সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে। প্রতি বছর মজুরি বাড়ানোর কথা থাকলেও তিন বছর ধরে নানা তালবাহানা করে মজুরি বাড়ানো হচ্ছে না। এতে করে চা-শ্রমিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তাই বাধ্য হয়ে চা-শ্রমিকেরা কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি