ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

অফিস দালাল মুক্ত করায় পাসপোর্টের এডিকে কুপিয়ে জখম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৫, ২৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) সাজাহান কবিরকে অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে শহরের কৈগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত সাজাহান কবিরকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পাসপোর্ট অফিস ঘুষ, দুর্নীতি ও দালাল মুক্ত করার কারণে পাসপোর্টের দালালরা তার ওপর হামলা করেছে। হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশের একাধিক দল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজাহান বাড়ি যাওয়ার জন্য আজ দুপুরে রিকশাযোগে শহরতলীর শাকপালা যাচ্ছিলেন। পথিমধ্যে কৈগাড়ি এলাকায় বিভাগীয় বন অফিসের সামনে পৌঁছলেই  মোটরসাইকেলযোগে তিন দুর্বৃত্ত তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা রাম দা দিয়ে তার ডান পায়ে কোপ দেয়। এসময় তিনি রিকশা থেকে নেমে দৌঁড়ে বন অফিসের ভেতরে একটি কক্ষে ঢুকে দরজা আটকিয়ে দেয়। দুর্বৃত্তরা ওই কক্ষের দরজা ভেঙে তাকে বের করে কুপিয়ে গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে যায়। এসময় বন অফিসের কর্মচারীরা এ দৃশ্য দেখে পাশের মসজিদ থেকে লোকজন নিয়ে এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, সাজাহান কবিরের ডান পায়ের হাটু, ডান হাত এবং মাথায় আঘাতে চিহ্ন রয়েছে। এরমধ্যে হাটু এবং হাতের জখম গুরুতর।

উল্লেখ্য, সাজাহান কবির ৬ মাস আগে বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগদানের পর থেকে অফিস থেকে দালালদের বিতারিত করেন। পাসপোর্ট করতে আসা লোকজনের কাছে অফিসের কোনো কর্মচারী ঘুষ দাবি, খারাপ ব্যবহার করলে তাদের ব্যাপারে অভিযোগ জমা দেওয়ার খোলা জায়গায় স্বচ্ছ কাচের বাক্স স্থাপন করেছেন। এসব কারণে পাসপোর্ট অফিসের কিছু কর্মচারী ও দালালরা ক্ষুদ্ধ হয়ে ওঠে তার উপর। এই ক্ষোভ থেকেই হামলা করা হয় বলে পুলিশের ধারণা।

সর্বশেষ খবরে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য আজ বিকেলে হেলিকপ্টার যোগে সাজাহান কবিরকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি