ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

অবশেষে ছাড়পত্র পেল পদ্মাবতী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৪, ৩০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৩৫, ৩০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মুক্তি পেল বহুর আলোচিত সিনেমা পদ্মাবতী। ছবিটির নামবদল ও কয়েকটি দৃশ্য কর্তনের শর্তে এই ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে সেন্সর বোর্ড। ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয়লীলা বানশালি।
পবিবর্তনের পর ছবিটির নাম হতে পারে পদ্মাবত। ছবিতে সতী প্রথাকে সমর্থন করা হবে না বরে জানানো হয়েছে। পাশাপাশি ঘুমর গানে কিছু পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হয়েছে। শর্ত মানার পরই ছবিটি মুক্তিতে আর কোনো বাধা থাকবে না বলে জানিয়েছে সেন্সর বোর্ড।
সম্প্রতি কেন্দ্রীয় ফিল্ম শংসায়ন বোর্ডের সভায় এসব সিদ্ধান্ত হয়। সিবিএফসি জানিয়েছে, ছবির নির্মাতা ও সমাজের কথা ভেবে কয়েকটি পরিবর্তনের কথা বলা হয়েছে। সিবিএফসির বিশেষ প্যানেলে ছিলেন উদয়পুরের অরবিন্দ সিং, চন্দ্ররমণি সিং ও অধ্যাপক কেকে সিং।
সূত্র : জিনিউজ
 এম / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি