ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫

অবসরে যাচ্ছেন মুখ্য সচিব কায়কাউস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫, ২৪ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

চাকরির মেয়াদ শেষে বছরের শেষ দিন অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।

বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই সঙ্গে তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্র্যান্টসহ আগামী বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে। 

তিনি বিধি অনুযায়ী পিআরএলে থাকাকালীন সুবিধা পাবেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি