ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

অবৈধ ভিওআইপি ব্যবসার সাথে জড়িত কুচক্রিমহল আঙ্গুলের ছাপ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে- তারানা হালিম

প্রকাশিত : ২৩:৫০, ১৪ মার্চ ২০১৬ | আপডেট: ২৩:৫০, ১৪ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

tarana halimঅবৈধ ভিওআইপি ব্যবসার সাথে জড়িত একটি কুচক্রিমহল বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপ নিয়ে সিম রেজিস্ট্রেশনের বিরুদ্ধে রিট করে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। টেলিটকে বিকাশ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এছাড়া টেলিটকের নেটওয়ার্ক বিস্তৃত করতে নানা উদ্যেগ নেয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। পরে বিকাশ ও টেলিটকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিনুযায়ী, টেলিটকের গ্রাহকরা এখন থেকে বিকাশের সেবা পাবেন বলে জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি