ঢাকা, বুধবার   ০৫ নভেম্বর ২০২৫

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫০, ৫ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা করেছে ‘অ্যাপোনিয়া’ নামের একটি অনলাইন ফ্যাশন পেজ। অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নিয়ে প্রমোশন, মূল্য পরিশোধ না করে একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করায় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন পেজটির কর্ণধার এক নারী উদ্যোক্তা। 

বুধবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে ৪২০/৪০৬ ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে বাদী হয়ে এ মামলাটি করেন পেজের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম। সি আর মামলা নম্বর ৯৬২/২০২৫।

মামলায় দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় অপরাধ আমলে নিয়ে আসামির প্রতি গ্রেপ্তারি পরোয়ানার আদেশ চাওয়া হলে ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তিশার বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থাকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিয়ে তিশা তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে দাবি করেছিলেন, ওই শাড়িটি সেই নারী উদ্যোক্তা তাকে উপহার  হিসেবে দিয়েছেন ।

এরপর প্রতারণা, মানহানিকর কথা ও ছলচাতুরীর অভিযোগ এবং এক লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে তানজিন তিশাকে আইনি নোটিশ দেওয়া হয়। যদিও এ নিয়ে তানজিন তিশার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি