ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

অর্থনীতিতে নতুন মাত্রা ব্লু ইকোনমি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ২৭ এপ্রিল ২০১৭ | আপডেট: ২০:৩৪, ২৭ এপ্রিল ২০১৭


দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে ব্লু ইকোনমি। পরিবেশগত ঝুঁকি এবং সংকট কাটিয়ে সমুদ্রভিত্তিক প্রায় ৮০ শতাংশ বাণিজ্য সম্ভাবনায় দেশী বিদেশী বিনিয়োগের আহবান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সমুদ্র সম্পদ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তারা। এর মাধ্যমে দেশের অর্থনীতির চিত্র পাল্টে ফেলা সম্ভব বলেও জানান বিশেষজ্ঞরা।
ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধ নিস্পত্তির পর বঙ্গোপসাগরকে কেন্দ্র করে ব্লু ইকনোমি নিয়ে ভাবছে সরকার।
ব্লু ইকনোমি বা সমুদ্র কেন্দ্রিক অর্থনীতি নিয়ে ঢাকা চেম্বার অব কমার্সের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সেমিনারে উঠে আসে সম্ভাবনার বিভিন্ন দিক।
সমুদ্রে গ্যাস, মাছ, লবণ সহ বিভিন্ন রপ্তানীমুখী সম্পদ রয়েছে, যা থেকে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে জানান বিশেষজ্ঞরা।
এই অর্থনৈতিক সম্ভাবনাকে কার্যকর রূপ দিতে সরকারের পাশাপাশি দেশী বিদেশী বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান জানানো হয়।
সমুদ্রের তলদেশে থাকা গ্যাস উত্তোলন, উপকূলে পর্যটন শিল্পের বিকাশ, নবায়ণযোগ্য শক্তি উৎপাদন সহ অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় মাধ্যম হিসেবে সমুদ্রকে ব্যবহারের কথা ভাবা হচ্ছে বলেও জানানো হয় সেমিনারে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি