ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

‘অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে সরকার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১১, ২২ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৪০, ২২ নভেম্বর ২০১৮

ফাইল ফটো

ফাইল ফটো

Ekushey Television Ltd.

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি কূটনীতিকদের সে সব দেশের পণ্যের চাহিদা বিষয়ে তথ্য দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। যাতে আমরা রফতানি বৃদ্ধি করতে পারি। একই ভাবে ওই সব দেশের ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করার জন্য কাজ করতেও বাংলাদেশি কূটনীতিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং গুডস’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এক্সপোর্ট বাস্কেট বাড়ানোর প্রতি জোর দিয়েছি। বিশ্বের বিভিন্ন দেশের মানুষের চাহিদার ওপর জোর দিয়ে আমাদের রফতানি বাণিজ্য নির্ধারণের পাশাপাশি কর্মসংস্থান ও আয় বাড়ানোর পথ সুগম হবে। এর জন্য সরকার সব ধরনের সুযোগ সৃষ্টি করে দিতে আন্তরিক।’
চামড়া শিল্পের বিকাশে সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চামড়া শিল্পের আধুনিকায়নের ওপর জোর দিয়েছি। এরই ধারাবাহিকতায় রাজশাহী এবং চট্টগ্রামে আরও দুটি আধুনিক ট্যানারি শিল্প এলাকা গড়ে তোলার ইচ্ছা রয়েছে।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি