ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

অর্থনৈতিক সাংবাদিকতায় ইঅারএফ অ্যাওয়ার্ড-১৮ প্রদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৭, ১ আগস্ট ২০১৮

অর্থনৈতিক সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখা সাংবাদিকদের পুরষ্কৃত করেছে অর্থনৈতিক সাংবাদিকদের জাতীয় সংগঠন ইঅারএফ। অাজ ( বুধবার) সন্ধায় রাজধানী পল্টন টাওয়ারস্থ ইঅারএফ কার্যালয়ে এ পুরষ্কার প্রদান করা হয়। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাইফ ইসলাম দিলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী অাবুল মাল অাবদুল মুহিত।

টেলিভিশন ক্যাটাগরিতে যারা পুরষ্কার পেয়েছেন তারা হলেন চ্যানেল টুয়েন্টিফোরের অাবদুল কাইয়ুম তুহিন ( অনুসন্ধানী) যমুনা টিভির অালমগীর হোসেন ( ব্যাংক বীমা) গাজী টেলিভিশনের রাজু অাহমেদ (কৃষি খাত) যমুনা টেলিভিশনের সুশান্ত কুমার সিংহ ( শেয়ার বাজার) এসএ টিভির সালাহউদ্দিন বাবলু ( সাধারণ অর্থনীতি)।

প্রিন্ট মিডিয়া ক্যাটাগরীতে পুরষ্কারপ্রাপ্তরা হলেন দৈনিক সমকালের অাবদুল্লাহ রনি ( অনুসন্ধানী) প্রথম অালোর ফখরুল ইসলাম রনি ( ব্যাংক বীমা), ডেইলী স্টারের সোহেল পারভেজ ও প্রথম অালোর শুভঙ্কর কর্মকার ( যৌথভাবে কৃষিখাতে) প্রথম অালোর সুজয় মহাজন ( শেয়ার বাজার) ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের জসিম উদ্দিন হারুন ( সাধারণ অর্থনীতি)।

অ্যাওয়ার্ড প্রাপ্ত সকলকে পঞ্চাশ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে নয় জন সাংবাদিককে ফেলোশীপ প্রদান করা হয়। তারা হলেন চ্যানেল নাইনের ফরহাদ হোসেন তালুকদার, চ্যানেল টুয়েন্টফোর- এর বাবু কামরুজ্জামান, গাজী টিভির রাজু অাহমেদ, বাংলাভিশন- এর গোলাম মাইনুল অাহসান, একাত্তর টেলিভিশনের শামীমা অাক্তার দোলা।

পত্রিকায় কর্মরতদের মধ্যে ফেলোশীপ পেয়েছেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের দৌলত অাক্তার মালা, দৈনিক যুগান্তরের শাহ অালম খান, দৈনিক সমকালের অাবু কাওসার, অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ টুয়েন্টিফোর ডটকম- এর অাবদুল্লাহ অাল মামুন।

অা অা//টিআর/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি