ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

অর্ধেক ভাড়ার দাবিতে নোয়াখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৯, ২ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৪:৪১, ২ ডিসেম্বর ২০২১

সারাদেশে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য শর্তহীন অর্ধেক ভাড়ার প্রজ্ঞাপন জারি, সড়কে সকল হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, জড়িতদের বিচার দাবি ও নিরাপদ সড়ক বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন দাবিতে নোয়াখালীতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মাইজদী টাউন হল মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে কলেজ শিক্ষার্থী সুমন চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষার্থী আহমদ রিয়াদ, কানিজ ফাতেমা, প্রমা, কামরুল হাসান শাকিল, মুনা, ফারদিন আহমেদ শিপন, মুনতাহা প্রীতি ও দীপন মজুমদারসহ অনেকে।

বক্তারা বলেন, গত কয়েক বছরে বিভিন্ন সড়কে বাসচাপায় অনেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সম্প্রতি অর্ধেক ভাড়া দেওয়ার কথা বলায় এক শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চাইলে তাকে ধর্ষণের হুমকি দেওয়াসহ শিক্ষার্থীদের সাথে সড়কে ঘটে যাওয়া সকল ঘটনার বিচারের দাবি জানান তারা।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি