ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

অলস সময় কাটছে রাঙামাটির পর্যটন ব্যবসায়ীদের

প্রকাশিত : ১১:৫১, ২২ জুন ২০১৬ | আপডেট: ১১:৫১, ২২ জুন ২০১৬

Ekushey Television Ltd.

বর্ষা মৌসুমে পর্যটক না আসায় অনেকটাই অলস সময় কাটছে রাঙামাটির পর্যটন ব্যবসায়ীদের। তবে তাদের আশা, আর ক’দিন পরেই ঈদের লম্বা ছুটিতে পর্যটকের আনাগোনা বেড়ে যাবে। তাই ভ্রমন পিপাসুদের বরণে প্রস্তুতি নিচ্ছে ব্যবসা সংশ্লিষ্টরা। আকাশে মেঘের আনাগোনা, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল পাহাড় আর এখানে সেখানে ঝরনার কল কল শব্দে প্রাণোচ্ছল রাঙ্গামাটির সবুজ প্রকৃতি। বর্ষায় নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমিতে কিছুটা ভাটা পড়ে পর্যটন ব্যবসায়। স্পটগুলোতে এখন নেই তেমন পর্যটকদের ভিড়। তবে সামনেই ঈদের লম্বা ছুটি। তাই পর্যটক সমাগম হতে বেশি দিন বাকি নেই। আর তাই হোটেটল-মোটেল সাজাচ্ছেন ব্যবসায়ীরা। এরই মধ্যে রাঙামাটি সরকারী পর্যটন মোটেলের শতকরা ৯০ ভাগ রুম আগাম বুকড হয়ে গেছে। থাকছে বিভিন্ন প্যাকেজ আর ছাড়। রাঙামাটিতে পর্যটকরা ঘুরে দেখবেন ঝুলন্ত সেতু, শুভলং-এর মনোমুগ্ধকর ঝর্ণা,  রাজবন বিহার, জেলা প্রশাসনের বাংলো, বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধি সৌধ, ইকোভিলেজসহ আদিবাসীদের শান্ত সবুজ গ্রাম আর তাদের জীবনযাত্রা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি