ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ পাওয়ায় বেশ রোমাঞ্চিত সিদ্দিকুর রহমান

প্রকাশিত : ১৩:৩১, ১৪ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:৩১, ১৪ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

বাংলাদেশের প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সরাসরি অংশ নেয়ার সুযোগ পাওয়ায় বেশ রোমাঞ্চিত তারকা গলফার সিদ্দিকুর রহমান। এবার লক্ষ্য অলিম্পিকে সাফল্য দিয়ে দেশের সুনাম বাড়ানো। নিজের দশ বছরের ক্যারিয়ারে কঠিন পথ পাড়ি দিতে হয়েছে বলে জানালেন এই মেধাবী গলফার। ক্রিকেট আর ফুটবলের ভিড়ে গলফ নিয়ে স্বপ্ন দেখা একটু কঠিন বৈকি। তবে, সব বাঁধা পেরিয়ে দেশের দিগন্ত ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে গলফের প্রিয় মুখ এখন সিদ্দিকুর রহমান। বাংলাদেশের প্রথম অ্যাথলেট হিসেবে সরাসরি অংশ নিচ্ছেন এবারের রিও অলিম্পিক গেমসে। র‌্যাংকিংয়ে ৫৬তম অবস্থানে থেকে নিশ্চিত করেছেন স্বপ্নের অলিম্পিকে। তবে, বর্তমান পর্যায়ে আসতে তাঁকে পাড়ি দিতে হয়েছে কঠিন পথ। গত বছর ব্র“নেই ওপেনের শিরোপা জয়ের পরই গলফের বিশ্ব অঙ্গনে আলোচনায় আসেন সিদ্দিকুর। আর সম্প্রতি মরিশাস ওপেনে রানার্সআপ হওয়ার পর অনেকটাই নিশ্চিত হয় অলিম্পিক গেমস। এবার নতুন মিশন। রিও অলিম্পিকে সাফল্য দিয়ে গলফের বিশ্ব মঞ্চে বাংলাদেশকে অনেক উঁচুতে নেয়া। আগামী ২রা আগস্ট ব্রাজিলের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সিদ্দিকুর। ১১ থেকে ১৪ই আগষ্ট রিওর গলফ মাঠে লড়বেন পদকের জন্য।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি