ঢাকা, বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা গোবিন্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ১২ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ধর্মেন্দ্র ও প্রেম চোপড়ার পর এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বলিউড অভিনেতা গোবিন্দ। 

মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে তিনি হঠাৎ নিজ বাড়িতে অজ্ঞান হয়ে পড়েন, এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

তার ঘনিষ্ঠ বন্ধু ও আইনজীবী ললিত বিন্দাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোবিন্দ হঠাৎ অজ্ঞান হয়ে পড়ার পর তাকে জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং তার অবস্থা স্থিতিশীল। বর্তমানে তার বিভিন্ন পরীক্ষা চলছে, রিপোর্টের অপেক্ষায় আছি।’  

এদিকে, বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার খোঁজ নিতে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় অভিনেতা গোবিন্দ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে যান। হাসপাতাল থেকে বেরোনোর সময় তাকে বেশ উদ্বিগ্ন দেখা যায়।

৬১ বছর বয়সী এই জনপ্রিয় অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ভক্তরা চিন্তিত হয়ে পড়েছেন। সবাই প্রার্থনা করছেন, গোবিন্দ যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি