ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

অসেম সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭:৫৪, ১৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:৫৪, ১৫ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে এশিয়া-ইউরোপ জোট-আসেম সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের বাইরে বৈঠকে মিলিত হন জাপান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। সে সময় জাপানের প্রধানমন্ত্রী শিনজো সন্ত্রাস-জঙ্গীবাদ বিরোধী লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকার কথা জানান। অর্ধশতাধিক দেশের এই শীর্ষ সম্মেলনে ফ্রান্সে ভয়াবহ হামলার নিন্দা করে সন্ত্রাস মোকাবেলায় এক সাথে কাজ দৃঢ় অঙ্গিকার করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসেম সম্মেলনস্থল হোটেল সানগ্রিতে পৌঁছালে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট সাথিয়াজিন এলবেগদোর্জ তাকে অভ্যর্থনা জানান। সম্মেলনের শুরুতেই ফ্রান্সের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। সেসময় ৫১টি দেশের নেতা ও প্রতিনিধিরা তারা সন্ত্রাস মোকাবেলায় একযোগে কাজ করার প্রত্যয় জানান। সম্মেলনের প্রথম ও দ্বিতীয় অধিবেবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের অঙ্গিকারের তুলে ধরেন। আপস সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন জাপান, রাশিয়াসহ বিভিন্ন দেশের নেতাদের সাথে । জাপানের প্রধানমন্ত্রী সন্ত্রাসবিরোধী লড়াই ও উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার অঙ্গিকার করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিদেশীদের নিরাপত্তা নিশ্চিত করতে নানা পদক্ষেপের কথা জানান। পরে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ, ইতালির পররাষ্ট্রমন্ত্রী ল্যাপো পিস্তেলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। তারও জঙ্গিবাদ মোকাবেলায় সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন । এর আগে বিহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উলানবাটরের চেঙ্গিস খান আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছলে তাকে লালগালিচা সম্বর্ধণা দেয়া হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি