অস্ত্র ও গোলাবারুদের সন্ধানে পূর্বাচলে আজো তল্লাশি
প্রকাশিত : ১৩:২৪, ৩ জুন ২০১৭ | আপডেট: ১৪:১৯, ৩ জুন ২০১৭

অস্ত্র ও গোলাবারুদের সন্ধানে নারায়ণগঞ্জে রুপগঞ্জের পূর্বাচলে আজো তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে, এখন পর্যন্ত নতুন করে কিছু পাওয়া যায়নি। এদিকে, গতকাল উদ্ধার হওয়া মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডগুলো নিস্ক্রিয় করেছে বোমা নিস্ক্রিয়কারি দল। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট; জানাচ্ছেন রাসেদুল আলম রাসেল।
শুক্রবার নারায়ণগঞ্জের রুপগঞ্জে পূর্বাচল-৫ নম্বর সেক্টরের এই জলাধার থেকে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। শনিবার আবারো সেখানে তল্লাশি চালায় আইন শৃংখলা বাহিনী। অস্ত্র ও গুলির সন্ধানে ফায়ার সার্ভিসের ডুুবুরিরা সকাল ১০টা থেকে পুরো জলাধারে নিবিড় তল্লাশি শুরু করেন।
তবে, দুপুর পর্যন্ত সেখানে নতুন করে কোন অস্ত্র বা গোলাবারুদ পাওয়া যায়নি।
ঘটনাস্থলের আশপাশ এখনো ঘিরে রেখেছে পুলিশ।
এদিকে, বোমা নিস্ক্রিয়কারী দলের সদস্যরা আগের দিন উদ্ধার করা গোলাবারুদ নিস্ক্রিয় করেছেন। শনিবার নিষ্ক্রিয় করা হয় মর্টার শেল এবং হ্যান্ড গ্রেনেডগুলো।
কাউন্টার টেররিজম ইউনিটের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন