ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

অ্যাম্বুল্যান্সকে ৮ কিলোমিটার অনুসরণ করে সঙ্গীর কাছে পৌঁছল ঘোড়া!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ২৩ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

আহত ঘোড়াকে হাসপাতালে নেওয়া হচ্ছিল অ্যাম্বুলেন্সে করে। আর সেই অ্যাম্বুলেন্সর পিছনে পিছনে প্রায় আট কিলোমিটার অনুসরণ করে চলল আহত ঘোড়ার সঙ্গী আরেকটি ঘোড়া। 

ঘটনাটি ভারতের রাজস্থানের উদয়পুরের। রাস্তায় আহত অবস্থায় একটি ঘোড়াকে পড়ে থাকতে দেখেন শহরের হরিদাসজি মগরির এক বাসিন্দা। তিনি পশু উদ্ধারকারী সংস্থাকে খবর দেন। সেই খবর পেয়ে অ্যাম্বুল্যান্স নিয়ে হাজির হন ওই সংস্থার স্বেচ্ছাসেবীরা। এর পর আহত ঘোড়াটিকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে নিয়ে যান তারা।

এ সময় আশ্চর্যজনক ভাবে অ্যাম্বুল্যান্সের চালক দেখেন গাড়ির পিছনে পিছনে ছুটছে একটি ঘোড়া। সেটিকে দেখে একটু গতি কমান চালক। প্রায় ৮ কিলোমিটার অ্যাম্বুল্যান্সটিকে অনুসরণ করে পশু হাসপাতালে পৌঁছয় ঘোড়াটি।

জানা গেছে, আহত ঘোড়াটি দ্বিতীয় ঘোড়ার সঙ্গী। আহত সঙ্গীকে কাছছাড়া করতে চায়নি। আর সে কারণেই অ্যাম্বুল্যান্সের পিছনে পিছনে দৌড়ে হাসপাতালে পৌঁছয় সেটি। আহত ঘোড়ার চিকিৎসা চলছে। তার সঙ্গীকেও রাখা হয়েছে হাসপাতাল চত্বরেই।

সূত্র: আনন্দবাজার অনলাইন 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি