ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

আ. লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইসহাক মিয়ার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ২৪ জুলাই ২০১৭ | আপডেট: ২১:১৬, ২৪ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ইসহাক মিয়া সোমবার সকালে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি তিন ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার সকাল পৌনে ১১টায় চট্টগ্রাম নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

শনিবার রাতে হৃদরোগের সমস্যা নিয়ে ম্যাক্স হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাবেক গণপরিষদ সদস্য ইসহাক মিয়া। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

ইসহাক মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন বলে প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানিয়েছেন।

সকালে মৃত্যুর পর তার মরদেহ নগরীর আগ্রাবাদের হাজীপাড়ায় নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে যান।

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি