ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

আইএস ও জিহাদি গ্রুপের সাথে জড়িত সন্দেহে স্পেনে আটক ৭

প্রকাশিত : ১২:৪৭, ৮ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১২:৪৭, ৮ ফেব্রুয়ারি ২০১৬

জঙ্গী গোষ্ঠি আইএস ও অনান্য জিহাদি গ্র“পের সাথে জড়িত সন্দেহে স্পেনে ৭ জনকে আটক করেছে পুলিশ। দেশটির ভেলেন্সিয়া, আলিকান্তে ও কিউটা শহর থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, তারা ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিভিন্নভাবে সহায়তা করতো। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আটকেরা জঙ্গীদের জন্য আগ্নেয়াস্ত্র, টাকা, যোগাযোগের জন্য অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করতো। তাদের মধ্যে ৫ জন সিরিয়া, জর্ডান ও মরোক্কো থেকে এসে স্পেনের নাগরিকত্ব গ্রহন করে। আটককৃতদের একজন ইরাক ও সিরিয়ায় নারীদের জঙ্গী হিসেবে পাঠাতো  বলেও বিবৃতিতে জানানো হয়।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি