ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

আইএসকে সহযোগিতার অভিযোগে যুক্তরাষ্ট্রে এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার

প্রকাশিত : ১১:২০, ৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:২০, ৪ আগস্ট ২০১৬

সন্ত্রাসী সংগঠন আইএসকে সহযোগিতার অভিযোগে যুক্তরাষ্ট্রে এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে এই প্রথম সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতার অভিযোগ আনা হলো। পুলিশ জানায়, নিকোলাস ইয়াং নামে ওই কর্মকর্তা ওয়াশিংটনের পরিবহন বিভাগের দায়িত্বে ছিলেন। গেল জুলাইয়ে আইএস যোদ্ধাদের ব্যবহৃত মোবাইল মেসেজিং অ্যাকাউন্টের জন্য এফবিআইয়ের এক গুপ্তচরকে আড়াইশ ডলার পাঠিয়েছিলেন তিনি। আইএসের সদস্য সংগ্রহের জন্য ওই অ্যাকাউন্ট ব্যবহৃত হয়। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে কিভাবে আইএসে যোগ দেয়া যায়, তা নিয়েও এফবিআইয়ের ওই এজেন্টকে পরামর্শ দিয়েছিলেন তিনি।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি