ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

আইন অনুযায়ী সংসদ নির্বাচন : ইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ২৫ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:০৭, ২৭ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

আইন অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন নিয়ে কারো সঙ্গে কোনো আপস করা হবে না। মঙ্গলবার ময়মনসিংহে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

কে এম নুরুল হুদা বলেন, সব নির্বাচন গণতান্ত্রিক পন্থায় যে আইন-বিধিবিধান আছে সেই বিধিবিধান অনুয়ায়ী হবে। তবে সবার সহযোগিতা ছাড়া এ কার্যক্রম সফল হবে না বলেও জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, দেশের ৫১৭টি উপজেলায় তথ্য সংগ্রহ শেষে নিবন্ধন কার্যক্রম চলবে। এ সময়ের মধ্যে মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া ও ভোটারদের ঠিকানা স্থনান্তর করার সুযোগ থাকবে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি