ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

আওয়ামী লীগ যেন আওয়ামী লীগের শত্রু না হয়, সাঁওতাল পল্লীতে হামলার শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে

প্রকাশিত : ১৭:২১, ১১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৩৩, ১১ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ যেন আওয়ামী লীগের শত্রু না হয় সেদিকে সতর্ক থাকতে দলীয় নেতকর্মীদের আহবান জানিয়েছেন ক্ষমতাসীন দলটির নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজারে পথসভায় কথা বলেন তিনি। এদিকে, গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে হামলার ঘটনা তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দির-বাড়িঘরে ভাংচুর ও পোড়ানোর ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কোন্দলও দায়ী বলে অভিযোগ উঠেছে। কুমিল্লায় এক পথসভায়, এসব কোন্দল দূর করে নেতাকর্মীদের নিয়ম শৃংখলার আওতায় আসার আহবান জানান দলের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জানিয়েছেন, গাইবান্ধার সাঁওতাল পল্লীতে হামলার ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে তদন্ত করতে প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। সম্প্রতি বিভিন্ন বিষয়ে বিএনপির বিবৃতি নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, মিথ্যেবাদী দল হিসেবে এরিমধ্যেই প্রতিষ্ঠা পেয়েছে বিএনপি। তাদের কথা এখন জনগণের কাছে পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি