ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে পদপ্রাপ্ত চট্টগ্রামের নেতাদের সংবর্ধনা দেবে চট্টগ্রাম আওয়ামীলীগ

প্রকাশিত : ১৮:০৭, ৩১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:০৯, ৩১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে নব নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পদপ্রাপ্ত চট্টগ্রামের নেতাদের সংবর্ধনা দেবে চট্টগ্রাম আওয়ামীলীগ। নগরীর জেলা পরিষদ হলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিন জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহতাব উদ্দিন চৌধুরী, এম এ সালাম, মফিজুর রহমানসহ স্থানীয় নেতারা। দলের কেন্দ্রীয় কমিটিতে নবনির্বাচিতদের সংবর্ধনার মাধ্যমে দলের ঐক্য আরো সুদৃঢ় করে আগামী নির্বাচনের জন্যে প্রস্তুতি নেয়ার আহবান জানানো হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি