ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের জন্য প্রস্তুত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান

প্রকাশিত : ১৫:২০, ২১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:২০, ২১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের জন্য প্রস্তুত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। নৌকার আদলে গড়া দেড়শ’ ফুটের বিশাল মঞ্চ যেমন তৈরি, তেমনি প্রস্তুত পুরো প্রাঙ্গনে বসার ব্যবস্থা সহ যাবতীয় স্থাপনা। শেষ মুহুর্তের প্রস্তুতিতে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নিরাপত্তার মহড়া। দায়িত্ব বন্টনের পর মহড়া দিয়েছেন স্বেচ্ছাসেবকরাও। এমন উৎসবমুখর পরিবেশ এখন রাজধানীর ঐতিহাসিক সোহরায়ার্দী উদ্যানে। প্রাঙ্গন জুড়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনগুলোর নেতাকর্মীদের শেষ মুহুর্তের ছুটোছুটি। প্রস্তুত নৌকা প্রতীকের বিশাল মঞ্চ। অতিথি, কাউন্সিলর ও পর্যবেক্ষক মিলিয়ে প্রায় ৫০ হাজার মানুষের বসার ব্যবস্থাও করা হয়েছে। মঞ্চ ও সাজসজ্জা কমিটির আহবায়ক জাহাঙ্গীর কবির নানক জানালেন, মঞ্চ এবং আশপাশে ২৮টি এলিডি মনিটরসহ পুরো উদ্যানে থাকছে ওয়াইফাই সুবিধা। রয়েছে প্রাথমিক চিকিৎসা আর খাবারের ব্যবস্থাও। সম্মেলনের সময় শিশু পার্কের পাশ দিয়ে প্রবেশ করবেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। বিদেশি অতিথিরাও ঢুকবেন একই পথে। ভিআইপিদের জন্য বরাদ্দ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের গেট। কাউন্সিলর ও অতিথিদের নির্বিঘেœ আসা-যাওয়া নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানান দলের আরেক শীর্ষ নেতা। নেতাকর্মীদের সহযোগিতায় সুশৃঙ্খলভাবেই কার্যক্রম শেষ হবে বলে আশা করছেন দলের সভাপতিমন্ডলীর আরেক সদস্য ওবায়দুল কাদের। দেশের ইতিহাসে সবচেয়ে বড় দলীয় সম্মিলনের অপেক্ষায় এখন আওয়ামী লীগ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি