ঢাকা, মঙ্গলবার   ২৮ অক্টোবর ২০২৫

আকস্মিক মৃত্যুর শহর ঢাকা

সুজিত সজীব

প্রকাশিত : ২৩:৩০, ২৭ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা এখন শুধু জনাকীর্ণ নয়, এ শহর যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে আকস্মিক মৃত্যুর শহরে। গতকাল রোববার ফার্মগেটের আবুল কালাম অফিস থেকে ফেরার পথে আচমকা প্রাণ হারান, আবার অন্য আরেকদিন কারও মাথায় পড়ে যায় ইট বা ক্রেনের গার্ডার। রাস্তায় নামলেই কেউ আর নিশ্চিত থাকতে পারেন না, বাঁচবেন, না মরবেন।

বিগত কয়েক বছরে এমন অপ্রত্যাশিত মৃত্যু যেন ঢাকাবাসীর দৈনন্দিন ভয় হয়ে দাঁড়িয়েছে। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ ৩৫ জনের প্রাণহানি, ২০২২ সালের অগাস্টে ফ্লাইওভারের গার্ডার পড়ে নবদম্পতিসহ পাঁচজনের মৃত্যু কিংবা ২০২৪ সালের জানুয়ারিতে ব্যাংক কর্মকর্তা দীপান্বিতা বিশ্বাস দীপুর ওপর ইট পড়ে মৃত্যুর ঘটনা—সবই এক ভয়ংকর চিত্রের অংশ।

শুধু বড় দুর্ঘটনা নয়, ছোটখাটো আঘাতেও এই শহর কেড়ে নিচ্ছে জীবন। এ বছরের এপ্রিলে মানিকনগরে অটোরিকশার ধাক্কায় নিহত হন সুমি নামের এক নারী। গত সপ্তাহে বনানীতে ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারান এক যুবক। পরদিন যাত্রাবাড়ীতে পুলিশের রেকার গাড়ির চাপায় মারা যান মোটরসাইকেল আরোহী কাওছার আহমেদ।

নিত্যদিনের এমন দুর্ঘটনায় শহরের মানুষ এখন আতঙ্কে জীবনযাপন করছে। মোহাম্মদপুরের বাসিন্দা আমিনুল ইসলাম বললেন, ‘ফুটপাতে হাঁটলেও ভয় লাগে, কখন বাইক উঠে এসে ধাক্কা দেয়।’ 

নির্মাণকর্মী নিজাম উদ্দিনের আক্ষেপ- ‘প্রতিদিন ভাবি, আজ হয়তো ফিরব না। এভাবে কি চলা যায়?’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিশ্লেষক তৌহিদুল হক মনে করেন, ‘এ শহর মূলত মানুষের জন্য মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এখানে জীবনের কোনও নিশ্চয়তা নেই। এসব দুর্ঘটনা আসলে অব্যবস্থাপনা ও ব্যর্থতার জন্ম দেওয়া হত্যাকাণ্ড।’

স্থপতি ইকবাল হাবিবের মতে, ‘অবহেলাজনিত শাস্তির বিধান না থাকায় কেউ দায় নেয় না। নির্মাণকাজের সময় তদারকির দায়িত্বে থাকা সংস্থাগুলোর জবাবদিহি নেই বলেই এসব ঘটনা ঘটেই চলেছে।’

প্রতিটি ঘটনার পর তদন্ত কমিটি হয়, ক্ষতিপূরণের আশ্বাস মেলে, কিন্তু অপরাধীরা অজানাই থেকে যায়। ফলে শহরটি রয়ে গেছে মৃত্যুফাঁদে ঘেরা-যেখানে হাঁটাও এখন ভাগ্যের পরীক্ষা।

সূত্র: বিবিসি*


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি