আগামী নির্বাচনে বিএনপিকে অংশগ্রহনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিত : ১৮:৪৬, ২৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৪৬, ২৫ অক্টোবর ২০১৬
বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলে নির্বাচনেই দেখা যাবে জনসমর্থন কাদের পক্ষে ।
সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত বিশ্ববিদ্যালয় গবেষণা দিবসে প্রধান অতিথির বক্তব্যে নাসিম আরো বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে সফল ও স্বার্থক সম্মেলণ করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা তার বক্তব্যে স্বপ্নের কথা বলেছেন, নির্বাচন নিয়ে কথা বলেছেন। দেশে উন্নয়নের যে জোয়ার বইছে আমরা তা নিয়েই জনগনের কাছে যাবো।
আরও পড়ুন