ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

আগামী বছর থেকে পিইসি পরীক্ষা নাও হতে পারে: সমাজকল্যাণমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ১৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আগামী বছর ২০১৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) আর নাও হতে পারে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। রোববার বিভিন্ন স্কুলে পিইসি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, একজন ছোট শিশুকে পিইসি পরীক্ষার জন্য যেভাবে পরিশ্রম করে প্রস্তুতি নিতে হয় তা সত্যিই অমানবিক। বিষয়টি কেবল ছোট শিশুটির জন্যই ভীতিকর নয়, এটি তাদের অভিভাবকদের জন্যেও উদ্বেগেরও বটে। কাজেই আগামী বছর থেকেই পিইসি পরীক্ষার পরিবর্তে শুধু জেএসসি পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

মন্ত্রী পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে কথা বলে পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। পরিদর্শন শেষে সমাজকল্যাণমন্ত্রী মেনন পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের সঙ্গে তাদের সন্তানদের পড়ালেখার ব্যাপারে খোঁজ-খবর নেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব এটিএম নাসির মিয়া উপস্থিত ছিলেন।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি