ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

আগুন ধরে যাওয়া লঞ্চ থেকে ২৬ যাত্রীকে উদ্ধার

প্রকাশিত : ১৬:৫৪, ৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৫৪, ৩ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সুন্দরবনের হারবারিয়া এলাকায় আগুন ধরে যাওয়া লঞ্চ থেকে ২৬ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ওই লঞ্চে জেরিকো ইমেক্স লিমিটেডের এমডি একেএম মোহাইমেনসহ ২৬ কর্মকর্তা-কর্মচারি সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন। শুক্রবার সন্ধ্যায় পেলিকন-১ নামে ট্যুরিস্ট লঞ্চে হারবারিয়ায় পৌঁছানোর পর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে। ঘটনার পরপরই নদীতে টহলরত বন বিভাগের একটি বোট তাদের উদ্ধার করে ফরেস্ট ক্যাম্পে নিয়ে যায়। পরে তাদের মংলায় নিয়ে যাওয়া হয়। লঞ্চে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে জানান যাত্রীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি