ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

আগুনে পুড়লো লাখ টাকার লেপ-তোশক

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৫, ২০ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজার সংলগ্ন একটি লেপ তোশকের দোকানে আগুন লেগে প্রায় লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

সোমবার ভোরে এ বিসমিল্লাহ্ বেডিং স্টোর নামে ওই লেপ তোশকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।    

স্থানীয় ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ভোরে এক পথচারী দোকানটিতে আগুন দেখে ডাক-চিৎকার শুরু করে। তা শুনে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।  ততক্ষণে দোকানটিতে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। 

বিসমিল্লাহ্ বেডিং স্টোরের মালিক হাসান মিয়া জানান, সারা বছর অপেক্ষায় থাকি শীতের মৌসুমের। কিন্তু আগুনে আমার সবকিছু শেষ হয়ে গেল। আর কোন পুঁজি নাই, যা দিয়ে আবার ব্যবসা শুরু করবো।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ভজন রায় জানান, এ বিষয়টি কেউ থানায় অবহিত করেননি। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি