ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

আগ্নেয়াস্ত্রসহ ৩ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:১০, ১৯ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১২:১১, ১৯ ফেব্রুয়ারি ২০২২

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানান ১৬-আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন) অধিনায়ক মো: তরিকুল ইসলাম।

তিনি বলেন, ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ক্যাম্পের সদস্যরা। এসময় ২২নং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লক এলাকা থেকে এসব রোহিঙ্গা সন্ত্রাসীদের আটক করা হয়।

আটককৃতরা হলেন টেকনাফ ২২নং উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/০৪’র মৃত মোহাম্মদের ছেলে মোঃ শফিক (হাফেজ শফিক ২৬), ব্লক-ডি/৪ কালা মিয়ার ছেলে আমান উল্ল্যাহ (২৬) ও একই ক্যাম্পের ব্লক-বি/১ মৃত সৈয়দুল ইসলামের ছেলে জামাল আহাম্মদ (৫১)। 

এরা সবাই রোহিঙ্গা ক্যাম্পের ইসলাম গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে এপিবিএন।

এসময় তাদের হেফাজতে থাকা একটি নাইন এমএম বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এলজি এবং ৬১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক এলাকায় মাদক ব্যবসা, অপহরণ ও চাদাঁবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বলে এপিবিএন’র কাছে স্বীকার করেছেন তারা। 

ধৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি