ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

আজ জাতীয় শোক দিবস পালন করবে চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৯, ৪ এপ্রিল ২০২০

হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণ হারানো নাগরিকদের স্মরণে জাতীয় শোক দিবস পালন করবে চীন। আজ শনিবার সকাল ১০টায় (স্থানীয় সময়) পুরো দেশে একযোগে ৩ মিনিটের নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হবে দিবসটি।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিয়ানহুয়া তাদের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

এতে বলা হয়, সমগ্র চীনসহ বিদেশি প্রত্যেকটি রাষ্ট্রে যেখানে দূতাবাস, কনস্যুলেট রয়েছে- সেখানে করোনায় নিহতদের স্মরণে একযোগে জাতীয় শোক দিবস পালন করা হবে। সর্বত্র তিন মিনিট নীরবতা পালন করা হবে মৃত নাগরিকদের জন্য।

দিবসটি সফল করতে দেশের জনগণের জন্য নির্ধারিত প্রত্যেকটি বিনোদন কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসে চীনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ হাজার ৩২২ জনের। আক্রান্তের সংখ্যা কমে বর্তমানে ৮১ হাজার ৬২০। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ হাজার ৫৭১ জন।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি