ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আজ জেল হত্যা দিবস

প্রকাশিত : ১১:৩৪, ৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:৩৪, ৩ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

আজ ৩রা নভেম্বর, জেল হত্যা দিবস। বাঙালী জাতির জীবনে এক কলঙ্কজনক দিন। ১৯৭৫ সালের এ দিনে কারা-অভ্যন্তরে হত্যা করা হয় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহম্মেদ, এ এইচ এম কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে। আর তাদের হত্যার পর বিচারের পথ রুদ্ধ করতে পাস হয় ইনডেমনিটি বিল।  খুনিদের করা হয় পুরস্কৃত। আর নেপথ্য নায়করাও থেকেছেন সব সময় বিচারের বাইরেই। মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যার মাত্র তিন মাসের ব্যবধানে, কারাগারের ভেতর হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। জেলখানার মতো নিরাপদ জায়গায় সভ্যতার সকল নিয়মনীতি ও আইন অমান্য করে রাষ্ট্রীয় নিরাপত্তার মধ্যে নির্মমভাবে হত্যা করা হয় এই চার জাতীয় বীরকে। ১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষনার পর ৩রা এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের  গুরুত্বপূর্ন দায়িত্বে ছিলেন এই চার বীর নেতা। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে পুরো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন সৈয়দ নজরুল-তাজউদ্দিন আহমেদরা। যাদের হাত ধরে স্বাধীনতার স্বাধ পেয়েছে এই ভূখন্ড, সেই জাতীয় চার নেতার পরিবারকেও জেলহত্যাকান্ডের পর অচেনা এক বাংলাদেশে বাঁচতে হয়েছে নিদারুন সংগ্রাম করে। শুধু খুনিদের বিচারই নয়, পেছনের কুশিলবদের জাতীয় বেঈমান হিসেবেই রায় হওয়া উচিত বলেই মনে করেন চার নেতার পরিবারের সদস্যরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি