ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

আটক বিএনপি নেতা আসলাম চৌধুরীসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা

প্রকাশিত : ১৫:০০, ১৭ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:০০, ১৭ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

সরকার  উৎখাতের ষড়যন্ত্র মামলায় আটক বিএনপি নেতা আসলাম চৌধুরীসহ ৬ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। শনিবার রাতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় দুদকের উপ পরিচালক মানিক লাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অন্য আসামীরা হলেন, আসলাম চৌধুরীর স্ত্রী রাইজিং স্টিল মিল লিমিটেডের চেয়ারম্যান জামিলা নাজনিন মাওলা, ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন, পরিচালক জসিম উদ্দিন, এবি ব্যাংকের সাবেক সাবেক এমডি ফজলুর রহমান ও ডিএমডি বদরুল হক খান। তাদের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে আসামীরা এবি ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে তিনটি লোনের বিপরীতে ৩২৫ কোটি ৭৬ লাখ টাকা আত্মসাৎ  করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি