ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

আত্মমর্যাদা বিসর্জন দেয়ার সুযোগ নেই, জানিয়েছেন নির্বাচন কমিশনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৭, ১১ জুন ২০১৭ | আপডেট: ১৯:৩৪, ১১ জুন ২০১৭

Ekushey Television Ltd.

প্রশ্নবিদ্ধ নির্বাচন করে কমিশনের আত্মমর্যাদা বিসর্জন দেয়ার কোন সুযোগ নেই, বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার।
দুপুরে বরিশাল ক্লাব মিলনায়তনে স্মার্টকার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠ না হলে গনতন্ত্র রক্ষা হয় না। মাহাবুব তালুকদার জানান, সুষ্ঠ নির্বাচনের জন্য কমিশন প্রয়োজনীয় বিধি বিধান সংস্কার করছে। সব রাজনৈতিক দলের জন্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে, গ্রহনযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানান এ নির্বাচন কমিশনার।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি