ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

আধুনিক নগরী হিসাবে গড়ে তুলতে আন্দোলনের ঘোষনা

প্রকাশিত : ১৫:৫৭, ৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৬:১৪, ৩ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামকে একটি আধুনিক নগরী হিসাবে গড়ে তুলতে আন্দোলনের ঘোষনা দিয়েছে চট্টগ্রাম নাগরিক ফোরাম। জলাবদ্ধতা ও যানজট নিরসন, খাল পুণরুদ্ধার, বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারে গণ সচেতনা সৃষ্টিতে দেয়া হচ্ছে নানা কর্মসূচী।  আগামী ১৯ ডিসেম্বর হবে অবস্থান কর্মসুচী। প্রায় ৬০ লাখ মানুষ অধ্যষিত বন্দর নগরী চট্টগ্রামের অধিকাংশ এলাকা বর্ষাসহ নানা ঋতুতে ডুবে থাকে বৃষ্টি আর জোয়ারের পানিতে। এক সময় ১৬টি খাল দিয়ে পানি নিষ্কাষন হলেও এখন সবই বেদখল। নালা-নর্দমা পরিনত হয়েছে ময়লার ভাগাড়ে। তাই প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। অপরদিকে যানজট এখন নগরবাসীর নিত্য সঙ্গী। পায়ে হাঁটা পথ পাড়ি দিতে সময় লেগে যায় ঘন্টার পর ঘন্টা। এ অবস্থায় চট্টগ্রামকে একটি আধুনিক নগরী হিসাবে গড়ে তোলার দাবী বিশিষ্টজনদের। কর্ণফুলী নদীর ড্রেজিং, যানজট নিরসন, পানি-বিদ্যুত-গ্যাস সমস্যার সমাধান, জলাবদ্ধতার নিরসন, নতুন আরোপ করা হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারসহ চট্টগ্রাম উন্নয়নে সিটি কর্পোরেশন ও সিডিএ’র সমন্বিত উদ্যোগ নেয়ার দাবী জানিয়েছেন চট্টগ্রাম নাগরিক ফোরাম নেতৃবৃন্দ। এদিকে নাগরিক সমস্যা সমাধানে জনমত সৃষ্টির পাশাপাশি সভা-সমাবেশসহ ধারাবাহিক  কর্মসুচী পালনের ঘোষনা দিয়েছেন নেতৃবৃন্দ। এর অংশ হিসাবে ১৯ ডিসেম্বর পালন করা হবে অবস্থান কর্মসুচী। চট্টগ্রামকে একটি আধুনিক নগরীতে পরিনত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি