ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৬:০৪, ৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ। পৃথিবীর প্রতিটি মানুষকে অক্ষরজ্ঞান সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে ১৯৬৬ সাল থেকে দিবসটি পালন করছে ইউনেস্কো। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। এবারের দিবসের মূল শ্লোগান ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’। এদিকে দেশে একজন নিরক্ষর মানুষ থাকা পর্যন্ত সাক্ষরতা অভিযান চলবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

জ্ঞান-বিজ্ঞানের চর্চা আর ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই পরিপূর্ণতা পায় জাতি-রাষ্ট্র। যার পূর্বশর্ত অক্ষরজ্ঞান সম্পন্ন সচেতন মানুষ।

সে লক্ষে প্রতিবছর ৮ সেপ্টেম্বর পালিত হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। তবে সভ্যতার ক্রমবিকাশের সাথে পাল্টেছে সাক্ষরতার সংজ্ঞাও। কোন ব্যক্তিকে সাক্ষরতার সনদ পেতে হলে নূন্যতম তিনটি শর্ত অর্থাৎ লেখা, পড়া ও সাধারণ হিসেব-নিকেশের জ্ঞান থাকতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণায়য়ের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭২ দশমিক ৯ শতাংশ। নিরক্ষর মানুষের সংখ্যা ৩ কোটি ২৫ লাখ। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জানালেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সাক্ষর করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। 

সাক্ষরতা কেবল অর্থনৈতিক মুক্তিই দেয়না বরং এর মাধ্যমে সামাজিক, সাংস্কৃতিক ও মানসিক মুক্তির পাশাপাশি দূর হয় অজ্ঞতা আর কুসংস্কার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি